Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

নিরক্ষরদের সাক্ষর হিসাবে গড়ে তোলা ।
নব্য সাক্ষরদের জীবন ভিত্তিক শিক্ষা বা অব্যাহত শিক্ষা প্রদান করা ।
আয়-বর্ধক মূলক প্রশিক্ষণ যেমন- দর্জি, টাই-ডাই ব্লক-বাটিক, মৎস্য চাষ, গবাদিপশু, হাউজ ওয়ারিং, শ্যলোমেশিন মেরামত, মোবাইল সার্ভিসিং, মোটর সাইকেল মেরামত ইত্যাদি  প্রশিক্ষণের ব্যবস্থা করা   শ্রমজীবি শিশুদের সাক্ষর জ্ঞান প্রদান ও আয়-বর্ধক মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা   কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যুক্ত করা ।   ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা ।
 সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের ২য় শিক্ষার সুযোগ সৃষ্টি করা ।
 দক্ষ মানব সম্পদ উন্নয়ন করা ।
এনজিও কর্তৃক বাস্তবায়িত উপানুষ্ঠানিক শিক্ষা মনিটরিং করা । পথকলি শিশুদের সাক্ষরজ্ঞান প্রদান পূর্বক জীবন ব্যাপী শিক্ষার ব্যবস্থা করা ।